নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৫৬। মন্ত্রিগণ
[(১) ‘ফাস্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং’ পদ্ধতিতে সংসদে
সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে সংসদ সদস্য হইতে প্রধানমন্ত্রী ব্যতীত এক এক করে
মন্ত্রিসভার নির্দিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি নির্বাচিত হইবেন। ]১
(ক) একটি মন্ত্রণালয়ে মন্ত্রিসভার দুটি সদস্য পদ থাকিবে,
যিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পাইবেন তিনি মন্ত্রী এবং যিনি পরবর্তী সর্বোচ্চ সংখ্যক
ভোট পাইবেন তিনি প্রতিমন্ত্রী নির্বাচিত হইবেন। উভয়ে সমপরিমাণ ভোট প্রাপ্ত হইলে
লটারির মাধ্যমে নির্বাচিত হইবেন।
(২) পূর্ণমন্ত্রীদের ভোটে মন্ত্রিসভার সদস্যগণ ব্যতীত সংসদ
সদস্য হইতে প্রধানমন্ত্রী (সরকারি দলের নেতা) নির্বাচিত হইবেন; পদধিকার বলে প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হইবেন। এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের
পূর্ণমন্ত্রী পদধিকার বলে উপ-প্রধানমন্ত্রী (সরকারি দলের উপনেতা) হইবেন। [...]২
(৩) প্রতিমন্ত্রীদের ভোটে মন্ত্রিসভার সদস্যগণ ব্যতীত সংসদ
সদস্য হইতে সহযোগী দলের নেতা নির্বাচিত হইবেন; পদধিকার বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
হইবেন। এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদধিকার
বলে সহযোগী দলের উপনেতা হইবেন।
(৫) প্রতিমন্ত্রীগণ পূর্ণমন্ত্রীগণের বিশেষ
সহযোগী হইবেন এবং এই সংবিধান ও সংসদ আইনের দ্বারা মন্ত্রণালয়ের একাংশের (এক-তৃতাংশের কম নয়) দায়িত্ব পালন করিবেন।
(৬) এই সংবিধান অনুযায়ী নির্দিষ্ট পদে
নির্বাচিতদের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ
দান করিবেন, [...]৩
(৭) প্রধানমন্ত্রী,
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদিগের সুপারিশে
উপদেষ্টা ও উপ-মন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ
দান করিবেন,
(ক) প্রধানমন্ত্রী তাঁহার দায়িত্ব পালনের
সহযোগীতার্থে সংসদ সদস্যদের মধ্য থেকে দুইজন উপ-মন্ত্রী এবং
সংসদ সদস্য হইতে বা ব্যতীত ছয়জন বিজ্ঞ
উপদেষ্টা সিলেকশন করিয়া সুপারিশ করিতে পারিবেন,
(খ) সহযোগী দলের নেতা তাঁহার দায়িত্ব পালনের
সহযোগীতার্থে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন উপ-মন্ত্রী এবং
সংসদ সদস্য হইতে বা ব্যতীত তিনজন বিজ্ঞ
উপদেষ্টা সিলেকশন করিয়া সুপারিশ করিতে পারিবেন,
(গ) একজন পূর্ণমন্ত্রী তাঁহার দায়িত্ব পালনের সহযোগীতার্থে সংসদ সদস্যদের
মধ্য থেকে দুইজন উপ-মন্ত্রী এবং সংসদ সদস্য হইতে বা ব্যতীত একজন বিজ্ঞ উপদেষ্টা সিলেকশন
করিয়া সুপারিশ করিতে পারিবেন,
(ঘ) একজন প্রতিমন্ত্রী তাঁহার দায়িত্ব পালনের সহযোগীতার্থে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন উপ-মন্ত্রী সিলেকশন করিয়া সুপারিশ করিতে পারিবেন,
(৫) সংসদ ভাংগিয়া যাওয়া এবং সংসদ-সদস্যদের অব্যবহিত পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্যবর্তীকালে এই অনুচ্ছেদের (৩) দফার অধীন নিয়োগ দানের প্রয়োজন দেখা দিলে সংসদ ভাংগিয়া দেওয়ার অব্যবহিত পূর্বে যাঁহারা সংসদ-সদস্য ছিলেন, এই দফার উদ্দেশ্যসাধনকল্পে তাঁহারা সদস্যরূপে বহাল রহিয়াছেন বলিয়া গণ্য হইবেন।
(৬) মন্ত্রিসভার মন্ত্রণালয়সমূহ,
|
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় |
ক্ষুদ্র ঋণ ও সমবায় মন্ত্রণালয় |
|
প্রাথমিক ও মাধ্যমিক (সার্বজনীন) শিক্ষা মন্ত্রণালয় |
কুটির শিল্প,
উদ্যোক্তা ও কর্মসংস্থান মন্ত্রণালয় |
|
উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক মন্ত্রণালয় |
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় |
|
মাদ্রাসা ও গণশিক্ষা মন্ত্রণালয় |
পরিকল্পনা মন্ত্রণালয় |
|
রিসাইক্লিং ও কারিগরি শিক্ষা মন্ত্রণালয় |
স্থানীয় সংস্থা
ও নগরায়ন (পল্লী উন্নয়ন) মন্ত্রণালয় |
|
কৃষি মন্ত্রণালয় |
গণস্বাস্থ্য মন্ত্রণালয় |
|
জাত উদ্ভাবন ও বীজ উন্নয়ন মন্ত্রণালয় |
জনস্বাস্থ্য মন্ত্রণালয় |
|
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় |
নারী-পুরুষ ও শিশু বিষয়ক মন্ত্রণালয় |
|
সবুজ বিনোদন ও পর্যটন শিল্প মন্ত্রণালয় |
স্বরাষ্ট্র (জন নিরাপত্তা) ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় |
|
অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয় |
সুরক্ষা সেবা মন্ত্রণালয় |
|
বৈদেশিক বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় |
ধর্ম মন্ত্রণালয় |
|
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় |
সামাজিক ও পারিবারিক সম্পর্ক উন্নয়ন মন্ত্রণালয় |
|
নৌ পরিবহন ও পানি সম্পদ মন্ত্রণালয় |
গণপূর্ত ও স্থাপত্য মন্ত্রণালয় |
|
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় |
বাণিজ্যিক ও আবাসিক অঞ্চল মন্ত্রণাল |
|
প্রকাশনা ও গ্রন্থ বিষয়ক মন্ত্রণালয় |
ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয় |
|
প্রতিরক্ষা মন্ত্রণালয় |
লজিস্টিক ও বৃহৎ শিল্প মন্ত্রণালয় |
|
জাতীয় নিরাপত্তা
বিষয়ক মন্ত্রণালয় |
শিল্প প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবন মন্ত্রণালয় |
|
খাদ্য উৎপাদন, বিপণন ও সংরক্ষণ মন্ত্রণালয় |
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় |
|
নিরাপদ খাদ্য ও সুস্বাস্থ্য মন্ত্রণালয় |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় |
|
নবায়নযোগ্য শক্তি ও বিদ্যুৎ মন্ত্রণালয় |
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় |
|
জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় |
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় |
|
ভূমি ও বন মন্ত্রণালয় |
শ্রম ও শ্রমিক কল্যাণ মন্ত্রণালয় |
|
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় |
রেল পরিবহন মন্ত্রণালয় |
|
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় |
স্কাউট ও ক্রীড়া মন্ত্রণালয় |
|
অর্থ মন্ত্রণালয় |
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শিক্ষা মন্ত্রণালয় |
|
বীমা ও অভ্যন্তরীণ সম্পদ মন্ত্রণালয় |
স্বাধীনতা ও বিপ্লব বিষয়ক মন্ত্রণালয় |
“১। একজন প্রধানমন্ত্রী থাকিবেন এবং প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ
করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী থাকিবেন”, “২। তবে শর্ত থাকে যে, তাঁহাদের সংখ্যার অন্যূন
নয়-দশমাংশ সংসদ-সদস্যগণের মধ্য হইতে নিযুক্ত হইবেন এবং অনধিক এক-দশমাংশ সংসদ-সদস্য
নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হইতে পারিবেন”, “৩। যে সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া
রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাঁহাকে
প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন”।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"